০৫ নভেম্বর ২০২০, ১০:২৭

সাকিবও চেয়েছিলেন বার্সা ছেড়ে চলে যাক মেসি

ফুটবলার মেসি ও ক্রিকেটার সাকিব  © ফাইল ফটো

বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান যে লিওনেল মেসির ভক্ত, সেটা ক্রিকেট দুনিয়ার কমবেশি সবারই হয়তো জানা। শুধু মেসিই নয় তার প্রধান দুই দল আর্জেন্টিনা ও বার্সেলোনারও চরম ভক্ত ক্রিকেটের এই পোস্টারবয়ের। নিয়মিত খোঁজখবর রাখেন ইউরোপিয়ান ফুটবলের।

এদিকে চলতি মৌসুমের শুরুতে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বার্সেলোনা ছাড়তে যাওয়ার ঘটনা বেশ নাড়া দিয়েছে তাকেও। ক্লাব ছাড়া বিষয়ক ইস্যুতে গত আগস্টের শেষভাগ থেকে শুরু করে পুরো সেপ্টেম্বরসহ এখনও প্রায়শই নানান আলোচনা হয়। তবে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব সাফ জানিয়েছেন, তিনিও চেয়েছিলেন মেসি যেন নতুন কোনো ক্লাবে যায়। এমনকি স্পষ্ট করে দুইটি ক্লাবের নামও উল্লেখ করেছেন সাকিব। তার মতে, ক্লাব বদল করলে নতুন করে ভাবার ও খেলার সুযোগ পেতেন মেসি। যা কি না প্রিয় খেলোয়াড়ের জন্য ভালো হতো বলে মনে করেন সাকিব।

বুধবার(৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ও সমর্থকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তিনি বলেন, টু বি অনেস্ট আমি চেয়েছিলাম, মেসি বার্সেলোনা ছেড়ে দিক। আমি চেয়েছিলাম মেসি মুভ করে ম্যানসিটি কিংবা পিএসজিতে যাক। তাহলে সে অনেক ফ্রি হয়ে খেলতে পারতো। যেটা সে এই ক্লাবে পারছে না। তার ক্যারিয়ারের জন্য এটা ভালো হতো। যাই হোক, সে যেহেতু এখানেই থাকছে, আমি চাইবো সে বার্সেলোনাকে শিরোপা জিতিয়েই ক্লাব ছাড়ুক, যদি সে এখান থেকে বের হতে চায় আর কি!

মৌসুমের শুরুতে ক্লাব ছাড়তে চাইলেও, চুক্তির বেড়াজালে শেষপর্যন্ত বার্সেলোনায় থেকে যেতে বাধ্য হন লিওনেল মেসি। তবে আগামী মৌসুমে তার চুক্তি শেষ হলে এরপর আর ক্লাবে থাকবেন কিনা তিনি, সে বিষয়ে এখনো কিছু জানান নি তিনি।