সিজদায় সাইফউদ্দিনের উদযাপন

সিজদায় সাইফউদ্দিনের উইকেট উদযাপন
সিজদায় সাইফউদ্দিনের উইকেট উদযাপন  © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্টস কাপে তামিম-শান্তর ফাইনালে ম্যাচে বোলিংয়ে ঝড় তোলেন তামিম একাদশের সাইফউদ্দিন। আজ বুধবার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হন তামিম-শান্ত। এ ম্যাচে সাইফউদ্দিনের আগুন ঝরা বোলিংয়ে শান্তদের ১৬৫ রানের মধ্যে আটকে রাখে তামিমের দল।

এ ম্যাচে বৃষ্টির জন্য ম্যাচে ওভার কমে দাঁড়ায় ৪১। যদিও ৩৯ ওভার তিন বলে শেষ হয় তামিমদের ইনিংস। ম্যাচে ৮ ওভার তিন বলে মাত্র ২৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন সাইফউদ্দিন। তারপর মাটিতে সিজদা দিয়ে করেন উদযাপন করেন তিনি।

তবে সাইফউদ্দিনের দুর্দান্ত ইনিংসেও জেতা হলো না তামিম একাদশের। জিতলো নাজমুল একাদশ, ফাইনালে উঠলো মাহমুদউল্লাহ একাদশ। বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে ছিল মাহমুদউল্লাহরা। কেন না, তামিমরা হারলেই কেবল ফাইনালে উঠবে তারা।

বাঁচা-মরার ম্যাচ ছিল তামিম একাদশের সামনে। বৃষ্টি আইনে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে লক্ষ্য পেয়েছিল ১৬৪ রানের। ব্যাট করতে নেমে তামিম একাদশের হতশ্রী ব্যাটিংয়ে হারই দেখতে হলো শেষ পর্যন্ত। তামিম একাদশের ওপেনার এনামুল হক বিজয়ের ৭ রানে ফেরার পর ২২ রান করে ফেরেন মাইদুল ইসলাম অংকন। একপ্রান্ত আগলে রেখে বেশ কয়েকবার জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন বাকিদের ব্যর্থতায়।

ইয়াসির আলী ৩৩ বল খেললেও করেন মাত্র ৬ রান। তার আগে তামিম ফেরেন ৮৫ বলে ৫৭রান করে। মোসাদ্দেক ৬ রানে ফেরেন তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে। শেষদিকে ভরসা ছিলেন মোহাম্মদ মিঠুন, আকবর আলী, শেখ মাহাদী হাসান আর মোহাম্মদ সাইফউদ্দিনরা।

এদিন তারাও ব্যর্থ হন দলকে জেতাতে কার্যকরী ইনিংস খেলতে। মিঠুন ২৯, মাহাদী ৪, আকবর ১ আর সাইফউদ্দিন বাউন্ডারি হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ দেন ১০ রান করে। তাতেই ফাইনালে খেলার স্বপ্ন ভাঙ্গে তামিম একাদশের। তামিমরা হারে ৭ রানে। আগামী ২৩ অক্টোবর দুপুরে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ।


সর্বশেষ সংবাদ