আমির-আফ্রিদির তোপে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড
টস হেরে আগে ফিল্ডিং করতে নেমে শুরুতেই আঘাত হানেন মোহাম্মদ আমির। ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই তুলে নেন ওপেনার মার্টিন গাপটিলকে। এরপর আরেক ওপেনার কলিন মানরোকে ফেরান তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। বার্মিহামের এজবাস্টনের পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড।
রস টেইলরকে সঙ্গে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে অভিজ্ঞ টেইলরকেও দাঁড়াতে দেননি আফ্রিদি।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬ ওভার শেষে ৫২ রান, ৪ উইকেটের বিনিময়ে।
পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমীর, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যাটনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।