২৩ জুন ২০১৯, ২০:০১

বাংলাদেশের বিপক্ষে আফগানরাই ফেবারিট

  © ফাইল ফটো

বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে আফগানিস্তান। বাংলাদেশও একই পথে। তার আগে আফগানদের হারালে সেমি-ফাইনালের জন্য টিকে থাকবে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা বাংলাদেশ। সোমবার সাউদাম্পটনে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে নিজেদের দলকেই ফেবারিট বলছেন আফগান অধিনায়ক নবী।

বার্তা সংস্থা বিবিসির পক্ষ থেকে করা ফেবারিট দলের প্রশ্ন উত্তরে হেসে দিয়ে বলেছেন নবী বলেছেন, আফগানিস্তানই ফেবারিট। আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবীর এই ম্যাচের ফেবারিট দলের ক্রেডিটা নিজেদেরকেই দিলেন।

ভারতের বিপক্ষের ম্যাচে দুই উইকেট ও ৫২ রানের ইনিংস খেলেও দলকে নবী জয় উপহার দিতে পারেননি তিনি। টাইগারদের বিপক্ষে নামার আগে তিনি বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল, বিশ্বকাপের মতো আসরে তাদের হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। এমনকি তারা বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে।’

আফগানিস্তান কি শুধু বাংলাদেশকেই লক্ষ্য করে এসেছে না কি আরও কিছু? নবীর লক্ষ্য নিজেদের সেরাটা দেয়া। আলাদা করে কিছু দলকে লক্ষ্য করে বিশ্বকাপে এসেছেন বলেও জানান এই ডান-হাতি অলরাউন্ডার।

মোহাম্মদ নবীর পরিকল্পনা যেমনই হোক দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হাশমত উল্লাহ শহিদী তো বলেই দিলেন, আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশ নয়, সব দল।

তার মতে, ‘শুধু বাংলাদেশকেই আমরা হারানোর টার্গেট করিনি সব দলকেই আমরা একইভাবে দেখছি। আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যেদিন ভালো ক্রিকেট খেলি সেদিন শুধু বাংলাদেশ নয়, যেকোনো দলকেই হারাতে পারি। এর জন্য নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’

এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ ১০৫ রানের বিশাল জয় তুলে নিয়েছিল। ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৭ বার। চারটিতে জিতেছে বাংলাদেশ, তিনটিতে আফগানিস্তান।