২১ জুন ২০১৯, ১৫:১৭

সেমিফাইনাল খেলবে বাংলাদেশ!

  © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হারার পরে অনেকেই মনে করছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন এখানেই শেষ। কিন্তু কাগজ-কলমের হিসাব বলছে এখনো বাংলাদেশের সেমিফাইনালে খেলা সম্ভব।

বৃহস্পতিবার এবারের আসরের হট ফেবারিট অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হেরে যায় বাংলাদেশ। তবে বিশ্বকে ভয়-ডরহীন ক্রিকেট উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছে টাইগাররা। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৫। এর ফলে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকার লড়াই কঠিন হয়ে গেলেও সেমিতে খেলার সম্ভাবনা আছে।

বাংলাদেশের সামনে রয়েছে ৩টি ম্যাচ। সেমিফাইনাল খেলতে হলে সবগুলো ম্যাচেই জিততে হবে মাশরাফি বাহিনীর। এই ৩ ম্যাচ জিতলে টাইগারদের পয়েন্ট হবে ১১। তবে কেবল জিতলেই হবে না, কারণ পয়েন্ট টেবিলে উপরে থাকা বাকি চার দলের জয়-পরাজয়ের উপর বাংলাদেশকে নির্ভর করতে হবে।

গতকালের জয়ের পর পয়েন্ট টেবিলে সবার উপরে অস্ট্রেলিয়া, দুই নাম্বারে আছে নিউজিল্যান্ড, তিনে ইংল্যান্ড এবং চারে ভারত। বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বাকি আছে ৩ ম্যাচ। এই ৩ ম্যাচ অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের দরজা খুলে যাবে।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের ম্যাচ বাকি ৪। কিউইদেরও হারতে হবে তিন ম্যাচ। বাকি এক ম্যাচ জিতলে রান রেট বিবেচনা হবে। সেক্ষেত্রে বাংলাদশের চেয়ে নিউজিল্যান্ডের রানরেট ভালো।

ভারতের এখনও চলতি বিশ্বকাপের ৫ ম্যাচ বাকি। এই ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ হারলে কোহলিদের টপকে যাবে টাইগাররা। আর ৩ ম্যাচ হারলে বিবেচনা হবে রানরেট। ইংল্যান্ডের বাকি ৪ ম্যাচ। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ইংলিশদের ৪ ম্যাচের মধ্যে অবশ্যই হারতে হবে ৩টি ম্যাচ। তবে বাকি এক ম্যাচ জিতে গেলেও টাইগারদের জন্য অসুবিধা হবে না।

বাংলাদেশের পরের ম্যাচ ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে। এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে। এই তিন ম্যাচ জিততে পারলে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে।

যদিও সমীকরণ বলছে, ৩ ম্যাচে জয় পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দলের জয় বা পরাজয়ের উপরেও বাংলাদেশকে নির্ভর করতে হবে। তবে টাইগারদের বাকি আছে যে ৩ ম্যাচ, এই ম্যাচগুলোর যেকোনো একটি ম্যাচও হেরে গেলে টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন পুরাপুরি শেষ হয়ে যাবে।