আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচের যে প্রভাব পড়বে বাংলাদেশের উপর
বার্মিংহামের এজবাস্টনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচের দিকে এই দুই দেশের দর্শকের সাথে চোখ থাকবে বাংলাদেশের দর্শকদেরও। কারণ আজ নিউজিল্যান্ডের জয় কিংবা পরাজয় যে ফলই হোক না কেন, দুইটির ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে বাংলাদেশর দলের সেমিফাইনালে উন্নীত হবার ক্ষেত্রে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি মনে করেন, টাইগারদের সেমিফাইনাল খেলা নির্ভর করছে অনেকগুলো বিষয়ের ওপর।
ব্যপারটা কিছুটা এরকম যে বাংলাদেশের মূল প্রতিযোগিতাই এখন নিউজিল্যান্ডের সাথে। অর্থাৎ এখন নিউজিল্যান্ড যদি পরবর্তী সব ম্যাচ জেতে এবং বাংলাদেশও তার পরের সবগুলো ম্যাচ জেতে, তার পরেও কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে। কারণ ওরা পয়েন্টে এগিয়ে।
এখন বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে, আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারতে হবে। একমাত্র তাহলেই নিউজিল্যান্ডের পয়েন্ট কম থাকবে। কেবল আজকে না, সামনের দিনে নিউজিল্যান্ডকে একাধিক ম্যাচ হারতে হবে। মুশকিল হচ্ছে সামনে ওদের যে কটা ম্যাচ আছে, সেখানে ওদের হারার সম্ভাবনা কম।
এই মূহুর্তে চারটি ম্যাচ খেলে তিনটিতে জিতে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলেছে, এর মধ্যে দুইটি জিতেছে এবং দুইটি হেরেছে, এবং বৃষ্টির কারণে একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। বাংলাদেশের পয়েন্ট এখন পাঁচ, পয়েন্ট তালিকার পাঁচ নম্বরেই তাদের অবস্থান।
মিজ জেসি বলছেন, বাংলাদেশে দলকে সামনের বোলিং ও ফিল্ডিং আরো শানিত করার দিকে নজর দিতে হবে।
কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি জিততে পারতো, তাহলেও সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকতো বাংলাদেশ। এছাড়া রান রেটেও পিছিয়ে আছে বাংলাদেশ। ঐ ম্যাচটা হেরে এবং শ্রীলঙ্কার সঙ্গে খেলতে না পেরে বলা যায় একটা ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের জন্য।
ফলে সামনে যে চারটি ম্যাচ রয়েছে তার প্রত্যেকটিতেই জিততে হবে টাইগারদের। অন্যদিকে, আজ যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে পাঁচ।
পয়েন্ট তালিকা:
সূত্র: বিবিসি