১৯ জুন ২০১৯, ১৬:২১

অস্ট্রেলিয়াকে হারাতে টাইগারদের পাঁচ কৌশল

  © সংগৃহীত

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ জয়ের সুখস্মৃতি নিয়ে টনটন থেকে নটিংহ্যামে পা রেখেছে টাইগাররা। এখানেই আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন তারা। তবে এ ম্যাচে পরিষ্কার ফেভারিট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু অজেয় নয়। ঐতিহাসিক জয় পেতে অজিদের যে দুর্বলতাগুলো কাজে লাগাতে পারেন মাশরাফিরা।

* পাঁচ ম্যাচের চারটি জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলেও অস্ট্রেলিয়াকে এখনও ঠিক বিধ্বংসী রূপে দেখা যায়নি। ব্যাটিংয়ে ছন্দে আছেন শুধু অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দ্রুত এ ত্রয়ীকে তুলে নিতে পারলে খেলায় থাকবে বাংলাদেশ।

* বোলিংয়ে মিচেল স্টার্কের ওপর অতিনির্ভর অস্ট্রেলিয়া। বিশ্বজয়ী দলের এটি আরেকটি দুর্বলতা। একজনের ওপর নির্ভর করে চলা যায় না। তাকে ভালোভাবে খেলতে পারলেই হিসাব মেলাতে পারবেন টাইগাররা। জলজ্যান্ত উদাহরণও সামনে আছে- ভারতের বিপক্ষে স্টার্কের বাজে দিনে মুখ থুবড়ে পড়েছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজও কাঁপিয়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের।

* বরাবর অস্ট্রেলিয়ার ফিল্ডিং দুরন্ত। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এর স্ফুরণ ঘটাতে পারেননি অজিরা। চার ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ হাত গলে পড়েছে তাদের। বাউন্ডারি লাইনে সেভাবে গুড স্টপও দেখা যায়নি। উইকেট কিপিংয়ে মিসের নজির রয়েছে। এসব ভেবে বাড়তি আত্মবিশ্বাস সঞ্চার করতে পারেন সাকিব-তামিমরা।

* অস্ট্রেলিয়ার এ দলটিতে বিশ্বকাঁপানো সেই মানের কোনো স্পিনার নেই। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। পার্টটাইমার হিসেবে স্পিন করেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চ। তবে তাদের বোলিংটা ততটা কার্যকরী নয়। ব্যাট হাতে অজিদের স্পিন দুর্বলতা কাজে লাগাতে পারেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

* সর্বোপরি অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া। পাঁচ টাইগার সদস্যের একসঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতা আছে। সেখানে বলতে গেলে এবারের অস্ট্রেলীয় দলটি আনকোরা। এখনও ঠিক সেভাবে সবার মধ্যে কম্বিনেশন গড়ে ওঠেনি। ব্যাটিং-বোলিং শুরুতেই ত্রাস ছড়িয়ে তাদের ঘাবড়ে দেয়া সম্ভব।

আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে জিততে পারলে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবেন লাল-সবুজ জার্সিধারীরা। বর্তমানে চার ম্যাচে ২ জয়, ১ পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা।