১৮ জুন ২০১৯, ১৭:১৮

পাক বাহিনীকে টাইগারদের থেকে শিক্ষা নিতে বললেন শোয়েব

  © শোয়েব আক্তার

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নিয়েই কম বেশি মন্তব্য করছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার। বাংলাদেশের অসাধারণ এই বিজয়ের দিন টুইটারে প্রশংসা করেছেন শোয়েব। বাংলাদেশের ইনিংস থেকে পাকিস্তান দলকে শিক্ষার বিষয়ে বলছেনে তিনি। উইন্ডিজদের দেয়া পাহাড়সম রান তাড়া করার বিষয়টি তার বিশেষ নজর কেড়েছে বলেও উল্লেখ্য করেছেন।

টুইট পোস্টে শোয়েব বলেন, এটি দুর্দান্ত এক পারফরম্যান্স ছিল। বাংলাদেশ আজ যেভাবে খেলেছে এবং ৩২২ রান সফলভাবে তাড়া করেছে, আমি আশা করি আমরা (পাকিস্তান) এখান থেকে কিছু শিক্ষা নিতে পারব।

সরফরাজ আহমেদ নেতৃত্বাধীন দলটিকে বাংলাদেশের মতো খেলা উচিৎ। এমটাই উপদেশ দিয়েছেন শোয়েব বলেন, এভাবেই আপনাকে দ্রুত উইকেট পতন থেকে দূরে থাকতে হবে এবং বড় লক্ষ্য তাড়া করতে হবে।

শোয়েব আক্তারের টুইট

চলতি বিশ্বকাপে ৫ ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে পাকিস্তানকে। একটিতে জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে ১০ জাতির এই ক্রিকেট মহাযুদ্ধে।