টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০৩:১৯ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৭ PM
টস জিতে ফিল্ডিং নিয়েছে মাশরাফি বাহিনী। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে টাইগার বাহিনী। বিশ্বকাপে এর আগে চারবার মুখোমুখি দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশ। ২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
তবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষ ছয় ম্যাচের সব কটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। শক্তি এবং ফর্ম বিবেচনায় অনেক এগিয়ে বাংলাদেশ। সেই এগিয়ে থাকার কারণেই এবার বাংলাদেশের কাছে সমর্থকদের প্রত্যাশা বেশি।
টনটনে আজ কি করবে বাংলাদেশ? সে প্রশ্নের উত্তর জানা যাবে ম্যাচ শেষে। তবে শুরুতেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ,মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।