গুরুত্বপূর্ণ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামতে পারে টাইগাররা
টনটনে বিকেল সাড়ে ৩টায় বিশ্বকাপে টিকে থাকার মিশনে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। টানা দুম্যাচ হেরে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে সেমির দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে টাইগাররা। আজকের ম্যাচে জয় ভিন্ন কোন পথ নেই বাংলাদেশের সামনে।
এদিকে গত দুই ম্যাচে পরাজয়ের ফলে একাদশ নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসা অনেকটা নিশ্চিতই। তবে দলে যে একাধিক পরিবর্তন আসছে না সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিলেন অধিনায়ক মাশরাফি।
টাইগার অধিনায়ক বলেন, উইন্ডিজের সাথে ব্যাটিং কলাপস করার একটা সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে ব্যাটিং অপশন কমানো কখনোই ভালো সিদ্ধান্ত হতে পারেনা। ক্যারিবীয় ব্যাটিং অর্ডারে একাধিক বাহাতি ব্যাটসম্যান থাকায় অনেকটা নিশ্চিতভাবেই দলে থেকে যাচ্ছেন দুই ডানহাতি অর্থডক্স বোলার মিরাজ ও মোসাদ্দেক।
ক্যাপ্টেনের ব্যাটিং অপশন না কমানোর সিদ্ধান্তে যদি শেষ পর্যন্ত অটল থাকে ম্যানেজমেন্ট তাহলে এ ম্যাচেও রুবেলের ফেরা হচ্ছেনা একাদশে। সেক্ষেত্রে মিথুনের পরিবর্তে দলে আসতে পারেন লিটন কিংবা সাব্বির। তবে টাইগার ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর এ ম্যাচে ফুল ফিট সাকিব, মুশফিককে পাচ্ছে দল।
তবে সবকিছু ঠিক রেখে এ ম্যাচ দিয়ে টাইগাররা জয়ের ধারায় ফিরবে বলে আশাবাদ ভক্তদের। আজকের ম্যাচে বৃষ্টির হানা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।