এবার ইনজুরিতে তামিম, সমর্থকদের হতাশা
ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চোট পেয়েছেন তামিম ইকবাল খান। অনুশীলনের সময় বাঁ- হাতে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে দেশসেরা ওপেনারের ইনজুরিতে দুঃসংবাদ টাইগার শিবিরে। এদিকে তামিমের ইনজুরিতে টাইগার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশ করেছেন।
ফারহান খান নামে একজনে লিখেছেন, দুইদিন পর বিশ্বকাপে দেশের প্রথম ম্যাচ। আর এখন তামিম ইনজুরিতে। বাংলাদেশ দলের জন্য চরম হতাশা জনক। ফারহান তামিমের ইনজুরি কাটিয়ে খুব শীঘ্রই ব্যাক করার বিষয়টিও উল্লেখ্য করেছেন।
শুক্রবার ইংল্যান্ডের ওভালে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় তামিম ইকবালের বাঁ-হাতে এসে বল আঘাত করে। চোট পাওয়ার পরই তিনি মাঠ ছেড়ে চলে যান।
তবে তামিম ইকবালের চোট কতোটা গুরুতর তা এখনো নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্টের পর বুঝা যাবে তার হাতের কি অবস্থা।
শুধু তামিম নন, দুইদিন আগে টাইগার ক্যাপ্টেন মাশরাফি ও ইনজুরিতে ছিলেন। তবে ক্যাপ্টেন তার ইনজুরি কাটিয়ে খেলতে পারবেন বলেও জানা গেছে।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরিতে আছেন আরো বেশ কয়েকজন ক্রিকেটার। এখনো পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা ও।
এদিকে আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।