২২ মে ২০১৯, ১৬:৪৯

আবারো অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে সাকিব

সাকিব আল হাসান  © টিডিসি ফটো

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর আগেই আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান।

বুধবার আইসিসি নিজেদের টুইটারে করা এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। আইসিসি জানিয়েছে, এমআরএফ আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে সাকিব ফিরে এসেছেন। যার মাধ্যমে সাকিব অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করবেন।

এরআগে সাকিবের দীর্ঘদিনের সাম্রাজ্যে ভাগ বসিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান। আইসিসির নতুন ঘোষিত র‍্যাংকিংয়ে ৩৫৯ পয়েন্ট নিয়ে রশিদকে (৩৩৯) টপকে গেছেন সাকিব। তালিকায় তিন নম্বরে আছেন রশিদ খানে স্বদেশী মোহাম্মদ নবি (৩১৯)।

আইসিসির টুইট

এছাড়া, পাকিস্তানের ইমাদ ওয়াসিম (২৮৯) আছেন চারে। ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সেরা দশের বাকিরা হলেন ৫. মিচেল স্যাটনার (নিউজিল্যান্ড), ৬. ক্রিস ওকস (ইংল্যান্ড), ৭. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), ৮. জেসন হোল্ডার (উইন্ডিজ), ৯. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) এবং ১০. অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা)।

প্রসঙ্গত, টেস্ট এবং টি-২০ দুই ফর্মেটে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিবের অবস্থান দ্বিতীয়।