সেমিফাইনাল নয়, বাংলাদেশ ট্রফি নিলেও অবাক হবো না: কোচ হেলমুট
দীর্ঘদিন একসঙ্গে খেলা আর নতুন পুরনোদের সংমিশ্রণে দারুণ কম্বিনেশন এটাই একটা দলের গভীরতার প্রমাণ। যা বিশ্বকাপে বাংলাদেশকে এগিয়ে রাখবে। তাই মাশরাফির নেতৃত্বে শুধু সেমিফাইনাল নয়, ট্রফি নিয়ে দেশে ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
বুধবার সকালে বেসরকারি টেলিভিশন সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বিসিবির এইচপি ইউনিটের প্রধান কোচ সায়মন হেলমুট।
তিনি বলেন, মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের সক্ষমতা রয়েছে দলটির। দেখুন সিনিয়র ৫ ক্রিকেটার দীর্ঘ দিন ধরে এক সাথে খেলছে। তাদের মাঝে ভাল বোঝাপড়া তৈরি হয়েছে। ব্যাটিংয়ে সৌম্য, লিটন, মোসাদ্দেককে দেখুন সমান ভূমিকা রাখছে। তামিমের বিপিএলের ফাইনালে সেঞ্চুরির কথা মনে আছে নিশ্চয়ই। সেভাবে খেলেতে পারলে যেকোনো লক্ষ্যই তাড়া করার ক্ষমতা রয়েছে টাইগারদের।
তিনি আরো বলেন, বোলিংয়ে দেখুন দারুণ ভারসাম্য রয়েছে। বাংলাদেশের যেমন সুইং বোলার রয়েছে তেমন লাইন লেন্থে বল করার বোলার রয়েছে। সাকিবের সাথে আমার পরিচয় মেলবোর্ন রেনেগার্স থেকে। এখন সে দারুণ পরিণত। তাছাড়া আপনি মোসাদ্দেক মাহমুদুল্লাহর কাছ থেকেও বোলিং সুবিধা পাচ্ছেন। দেখুন, এবারের বিশ্বকাপ হবে হাইস্কোরিং বিশ্বকাপ। আপনি ইংল্যান্ডের উইকেটগুলো দেখুন, ব্যাট করার জন্য দারুণ। সদ্য সমাপ্ত ইংল্যান্ড পাকিস্তান সিরিজে কোন লক্ষ্যই পর্যাপ্ত ছিল না। প্রায় প্রতিটি ম্যাচেই ৩০০ ঊর্ধ্ব রান হয়েছে। এই উইকেটগুলোতে খেলা হবে, সুতরাং বিশ্বকাপটাও এমনই হবে।
এছাড়া বিশ্বকাপ তো হবে ইংল্যান্ডে। যার কারণে বোলারদের জন্য অপেক্ষা করছে আতঙ্ক। পাকিস্তান ইংল্যান্ড সিরিজ তার বড় প্রমাণ। তাই কঠিন পরীক্ষায় পড়তে হবে বোলারদের। আর প্রতিটি ম্যাচে তিনশোর বেশি স্কোর হতে পারে বলেও জানিয়েছেন কোচ হেলমুট। এজন্য বোলারদের শুধু লাইন লেন্থ বজায় রাখাই নয়, করতে হবে বুদ্ধিদীপ্ত বোলিং।