দৈনিক তিন ঘণ্টা নেট প্র্যাকটিসে মাশরাফিরা
আয়ারল্যান্ড সফরের জন্য মাশরাফিরা দেশ ছেড়েছেন দু’দিন হলো। সেখানে গিয়ে মোটামুটি ভালো সময় পার করছে টিম বাংলাদেশ।কাভান ক্রিস্টাল হোটেলে আছেন তারা। হোটেল থেকে পেমব্রুক ক্রিকেট ক্লাব মাঠ গিয়েই প্র্যাকটিস করতে হয়। বাসে করে ভেন্যুতে যেতেই এক ঘণ্টার বেশি সময় লাগে। টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু ফোনে জানান, গত দু’দিনই টানা তিন ঘণ্টা করে অনুশীলন রেখেছিলেন প্রধান কোচ স্টিভ রোডস।
নান্নু আরও বলেন, প্র্যাকটিসে স্কিলের ওপরই জোর দিচ্ছেন কোচ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে স্কোয়াডের ১৯ জনকেই পালা করে সেশন করতে হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তি, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন নেটে টানা বোলিং করতে পারছেন। এই তিনজনকে নিয়েই দুশ্চিন্তায় ছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। যে কারণে তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে পরে স্কোয়াডে সম্পৃক্ত করে আয়ারল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে।
আয়ারল্যান্ডের এ সফরে পেস বোলার বেশি নেওয়ার কারণও আছে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। যেখান থেকে শক্তিশালী একটি বোলিং ইউনিট নিয়ে ইংল্যান্ডে যেতে চেষ্টা করবেন রোডস। এজন্য ঘুরিয়ে-ফিরিয়ে স্কোয়াডে থাকা সাতজন পেসারকেই ত্রিদেশীয় সিরিজে ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারেন কোচ।
অবশ্য রোববার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে এর প্রথম মহড়া শুরু হতে যাচ্ছে। টাইগারদের গা গরমের ম্যাচের দিন ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ থেকে প্রতিপক্ষের কৌশল সম্পর্কে একটা ধারণাও নিতে পারবেন মাশরাফিরা।
সবমিলিয়ে ম্যাশদের প্রতিদিনের প্রস্তুতি আর আত্মবিশ্বাস আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপে প্রতিফলিত হবে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশবাসী প্রত্যাশা করছে, ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ টিমের জন্য বাড়তি একটা অনুপ্রেরণা জোগাবে। বিশ্বকাপে ভালো কিছু অপেক্ষা করছেন সকলে।