১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯

পাঁচ বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

পাঁচ বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি
সোহেলি আক্তার  © সংগৃহীত

আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালার ৫টি ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তার নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ সাল থেকে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কার। 

২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন অফ স্পিনার অলরাউন্ডার সোহেলী। সব মিলিয়ে ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা সোহেলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন বলেও বিবৃতিতে জানিয়েছে আইসিসি।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, নীতিমালার ২.১.১ ধারা (আন্তর্জাতিক ম্যাচ পাতানো), ২.১.৩ ধারা (ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিংয়ের উদ্দেশে ঘুষ নেওয়া), ২.১.৪ ধারা (অন্যদের প্ররোচিত করা), ২.৪.৪ ধারা (ফিক্সিংয়ের প্রস্তাবের কথা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানো) ও ২.৪.৭ ধারা (আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে বাধা তৈরি করা)।

সোহেলীর বিরুদ্ধে অভিযোগগুলো দক্ষিণ আফ্রিকায় ২০২৩ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ের। সে বিশ্বকাপের দলে সোহেলী ছিলেন না, তবে এক জুয়াড়ির মাধ্যমে প্রস্তাব পেয়ে দলে থাকা এক ক্রিকেটারকে তিনি ফিক্সিংয়ের প্রস্তাব দেন। দলে থাকা সেই ক্রিকেটার তাতে রাজি না হয়ে বিসিবিকে ব্যাপারটি জানিয়ে দেন।