তামিমের আচরণে যা বললেন হেলস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তে হেরে যায় ফরচুন বরিশাল। এদিন ম্যাচ শেষে ডাগ আউটে তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে কথা বলেছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। তিনি বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেন সে এটাকে ব্যক্তিগতভাবে নিল। সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এমন কিছু কথা বলেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। তাকে বলার কিছু নেই। এটা লজ্জাজনক। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’
এবারের বিপিএলে দারুণ সময় কেটেছে এই ইংলিশ ব্যাটারের। ৬ ম্যাচে রান করেছেন ২১৮। আছে একটি ১১৩ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইক রেটটা দেড়শ ছাড়ানো। নিজের পারফরম্যান্স ছাপিয়ে দলের সাফল্যে খুশি হেলস। ‘এটা অবশ্যই ভালো লাগার, আমি ব্যাটে রান পাচ্ছি। দলও দারুণ করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক টানা ৬ ম্যাচ জেতা সত্যি অসাধারণ। দারুণ ১০টা দিন কাটিয়েছি। আমার মনে হয় স্কিলফুল বোলার আছে দলে।’
তিনি আরও বলেন, ‘পেসার, স্পিনার, ব্যাটার সবাই ভালো ফর্মে আছে। এখানে আসলে ভালো লাগা কাজ করে। বিপিএলের মানও উন্নত হয়েছে। অন্য বিপিএলের তুলনায় এবার অনেক পেসার দেখছি। এর আগে স্পিনাররা রাজত্ব করত। এখন ভালো স্পিনারের সঙ্গে ভালো পেসারও আছে। ব্যাটার হিসেবে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে।’
এর আগে, ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন তামিমের উদ্দেশে। তামিমের সেটা ভালো না লাগাই স্বাভাবিক। হেলসকে তিনি বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’
এরপর হেলসও পেছন থেকে কিছু একটা বললে রেগে যান তামিম। তখনই তিনি তেড়ে যেতে চান হেলসের দিকে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। ঘটনার শেষ দিকে সেখানে দেখা যায় রংপুরের অধিনায়ক নুরুল হাসানকেও। তিনি অবশ্য গিয়েছিলেন তামিমের সঙ্গে হাত মেলাতেই।
প্রসঙ্গত, ওই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মায়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।