১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৪

হেলসের দিকে কেন তেড়ে গিয়েছিলেন তামিম?

ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতি  © সংগৃহীত

রংপুর রাইডার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ মুহূর্তে হেরে যায় ফরচুন বরিশাল। হারটা মেনে নিতে পারছিলেন না বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মাঠে সতীর্থ কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও তামিমকে উত্তপ্ত হয়ে কথা বলতে দেখা যায়। এমন হতাশার মুহূর্তে তামিমকে আরো ‘ক্ষেপিয়ে তোলেন’ রংপুর রাইডার্সের ক্রিকেটার অ্যালেক্স হেলস।

রংপুরের নাটকীয় জয়ের পর দুই দলের খেলোয়াড়রা সৌহার্দ্য বিনিময় করছিলেন।  এ সময় তামিমের উদ্দেশে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। যা একদমই পছন্দ হয়নি তামিমের। তার উপর চটে তামিম তেড়ে যান। ওই মুহূর্তে দুজনের মাঝে এসে তাদের আলাদা করেন রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তামিমকে সরিয়ে নিলেও পারছিলেন না। বারবার হেলসের দিকে তেড়ে যাচ্ছিলেন। পরবর্তীতে সোহান এসে পরিস্থিতি সামলেন নেন। ওদিকে হেলস তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তাকে আগলে রাখছিলেন রংপুরের মাহেদী হাসান, সাইফ হাসানরা।

সূত্র জানিয়েছে, ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন তামিমকে উদ্দেশ করে। তামিমের সেটা ভালো না লাগাই স্বাভাবিক। হেলসকে তিনি বলেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

এরপর হেলসও পেছন থেকে কিছু একটা বললে খেপে যান তামিম। তখনই তিনি তেড়ে যেতে চান হেলসের দিকে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। ঘটনার শেষ দিকে সেখানে দেখা যায় রংপুরের অধিনায়ক নুরুল হাসানকেও। তিনি অবশ্য গিয়েছিলেন তামিমের সঙ্গে হাত মেলাতেই।

এর আগে, ওইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মায়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।