প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের রেকর্ড গড়লেন তামিম
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি২০ ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগারদের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অফ স্পিনার মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরেই মাইলফলকটি পেরোলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ৮ হাজার রান করা ব্যাটার এখন তামিম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই রেকর্ড গড়েন তামিম ইকবাল। আজ ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচটি শুরু করেছিলেন ৭৯৯১ রান নিয়ে। মেহেদীর করা প্রথম ওভারে ছয় বল খেলে একটি রানও করতে না পারা বাঁহাতি ওপেনার প্রথম রানটি পান পরের ওভারে। চার ওভার শেষে ১২ বলে ৪ রান করা তামিম পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ার রানটাকে নিয়ে যান ৭৯৯৯-এ। ২ বল পর মাইলফলক ছোঁয়া সেই বাউন্ডারি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে তামিমের আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৮ হাজার রান করতে পারেননি। ২৭২তম টি-টোয়েন্টিতে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন এই ব্যাটার। তার পেছনে আছেন দেশের আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে মাহমুদউল্লাহ।