০৩ জানুয়ারি ২০২৫, ২২:১৮

সাকিবকে দলে ফেরানো প্রসঙ্গে যা জানালেন বিসিবি সভাপতি 

সাকিব আল হাসান  © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পেতে চেষ্টা করবে বিসিবি। বিপিএলের মাঝেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সেরা দল নিয়েই এই টুর্নামেন্টে অংশ নিতে চাই। সাকিব দেশের ক্রিকেটের বড় সম্পদ।’

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে বিপিএলের ঢাকা ক্যাপিটালস-খুলনা টাইগার্সের ম্যাচ চলাকালীন প্রেস বক্সে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিসিবি বস।

ফারুক আহমেদ বলেন, ‘একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সেটা হয়নি,এখন যে অবস্থা, গত কয়েকটি সিরিজ সে খেলেনি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য কঠিন (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা)’।

তিনি আরও বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

প্রসঙ্গত, গত ০৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে ক্রিকেটার সাকিব আল হাসানের ভাগ্যও। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য হওয়াতে ফিরতে পারছেন না দেশে। দেশের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা জানালেও নিরাপত্তার ইস্যুতে সেটাও সম্ভব হয়নি। আফগানিস্তান সিরিজের পর ছিলেন না ওয়েস্ট ইন্ডজ সফরেও। চলতি বিপিএলেও খেলছেন না সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন কি না সেটাই এখন দেখার পালা।