উসমান খানের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় সংগ্রহ
রাজধানী ঢাকায় আজ সূর্যের দেখা মেলেনি। শীত জেঁকে বসেছে শহরের অলিতে-গলিতে। ঠান্ডায় যখন সবার জবুথবু অবস্থা তখনই গা ঝাড়া দিয়ে ওঠলেন উসমান খান। বিপিএলের আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের এই ওপেনার হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার এই শতকে রেকর্ড সংগ্রহের দেখা পেয়েছে চট্টগ্রাম।
বিপিএলের আজ দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম। আগে ব্যাত করতে নেমে চট্টগ্রামের শুরুটা একেবারেই ভালো হয়নি। ম্যাচের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার পারভেজ ইমন। তবে শুরুতেই উইকেট হারালেও চট্টগ্রাম আজ বড় সংগ্রহের দেখা পেয়েছে উসমানের বিধ্বংসী ইনিংসের সুবাদে।
ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হন ২ বলে ০ রান করে। এরপর উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে গড়েছিলেন ৬৩ রানের জুটি। ক্লার্ক ২৫ বলে ৪০ রান করে আউট হওয়ার পর মোহাম্মদ মিঠুন খেলেন ১৫ বলে ২৮ রানের ইনিংস। উসমান আজ সেঞ্চুরি ছুঁয়েছেন ৪৮ বলে, ১১ চার ও ৫ ছক্কায় শতরান করেন তিনি। তার শতক ছাড়ানো ইনিংসের সুবাদেই বড় সংগ্রহের দিকে এগোয় চট্টগ্রাম।
আরও পড়ুন: সিডনিতে ১৮৫ রানেই গুটিয়ে গেল ভারত
এদিকে সেঞ্চুরি করা উসমান আউট হন উনিশতম ওভারের প্রথম বলে। তাসকিন আহমেদের বলে হাসান মুরাদের ক্যাচে সাজঘরে ফিরেন তিনি, করেছেন ৬২ বলে ১২৩ রান। তার সেঞ্চুরির সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।
এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা মিলল আসরের সপ্তম ম্যাচে এসে। উসমানের সেঞ্চুরিতেই আজ বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়েছে চট্টগ্রাম। বিপিএলের ইতিহাসে শেরে বাংলায় সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ এটিই। এর আগে এ রেকর্ডটি ছিল খুলনার, দলটি করেছিল ২১৮ রান। দিকে বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড রংপুর রাইডার্সের। দলটি ২০১৯ সালে ২৩৯ রান করেছিল, সেটি ছিল চট্টগ্রামের বিপক্ষেই।