০১ জানুয়ারি ২০২৫, ০০:৪২

১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার রহস্য জানালেন নাহিদ রানা

নাহিদ রানা  © সংগৃহীত

জাতীয় দলের মতো বিপিএলেও অব্যাহত রয়েছে নাহিদ রানার চোখ ধাঁধানো বোলিং। এবার তার আগুন ঝরা বোলিংয়ে ছাই সিলেট স্ট্রাইকার্স। একাই ৪ উইকেট শিকার করে বোকা বানিয়েছেন প্রতিপক্ষকে। ম্যাচ শেষে নিজের গতির রহস্য জানান এই পেসার।

নাহিদ বলেন, ‘আসলে এটা হার্ড ওয়ার্ক, নিজের ফিটনেস, মেইনটেইন, সব কিছু মিলিয়ে হয়ে যায়।’

জাতীয় দল বা বিপিএলে আগে কখনও ম্যাচ সেরা না হওয়ায় এবারের এই অর্জন একটু বিশেষ জায়গা করে আছে নাহিদের কাছে। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যেহেতু এর আগে আমি কখনও বিপিএলের কোনো ম্যাচে বা জাতীয় দলের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হইনি। এই প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ভালো লাগছে।’

এ সময় নিজের কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২২ বছর বয়সী পেসার আরও জানান, ‘হ্যাঁ অবশ্যই। যখন যে ফ্র্যাঞ্চাইজিতে খেলি বা বিসিবিতে থাকি সবাই আমার যত্ন নেয় এবং ভুলগুলো ধরিয়ে দেন। আমি উন্নতি করার চেষ্টা করি।’

বল করেছেন ৪ ওভার। রান দিয়েছেন ২৭। উইকেট তুলে নিয়েছেন জাকির হাসান, পল স্টার্লিং, জাকের আলী ও সামিউল্লাহ শিনওয়ারির। এই ৪ জনের যেকোনো একজন ঘুরে দাঁড়ালেই প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিতে পারেন। বড় বড় শিকারে নাহিদই তাই বিছিয়ে দেন অপরাজিত রংপুরের টানা দ্বিতীয় জয়ের পথ।

তিনি বলেন, ‘রংপুর রাইডার্স যখন আমাকে দলে নিয়েছে, তাদের চাওয়া আছে, তা পূরণ করতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে।'

গতিময় পেসারদের ক্ষেত্রে সবসময় থাকে চোটের শঙ্কা। বিশেষ করে নাহিদের মতো তরুণ ফাস্ট বোলারদের জন্য দুর্ভাবনার জায়গাটা আরও বেশি। বিপিএল শুরুর আগে তাই নাহিদের ক্যারিয়ার লম্বা করতে তার যথাযথ পরিচর্যা করার পরামর্শ দেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইট।

২০২৪ সালে জাতীয় দলের হয়ে ৬টি টেস্টের পাশাপাশি ৩টি ওয়ানডে খেলেন নাহিদ। পরে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হলেও কোনো ম্যাচে নামানো হয়নি তাকে। এর বাইরে ঘরোয়া ক্রিকেটেও বেছে বেছেই ম্যাচ খেলেন তরুণ পেসার।