৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১

সাড়া ফেলেছে বিপিএলের ‘মুগ্ধ কর্নার’, বিনামূল্যে পানি পাবেন দর্শকেরা

মুগ্ধ কর্নার  © সংগৃহীত

ক্রিকেটেপ্রেমীদের অপেক্ষা ফুরিয়েছে। শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। অন্যবারের চেয়ে এবার আয়োজনে এসেছে নানা ভিন্নতা। গ্যালারিতে স্থাপন করা হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধর নামে বিশেষ কর্নার। দর্শকদের জন্য গ্যালারিতে স্থাপন করা হয়েছে ‘মুগ্ধ কর্নার’। এখানে যে কেউ বিনামূল্যে পানি পাবেন। এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছে ড্রিংকিং পার্টনার পুষ্টি কনজ্যুমারস।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার প্রথম ম্যাচই দেখা গেল সেই চিত্র।

বিনামূল্যে পানি খেতে পেরে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। এর আগে সব বিপিএলে এক গ্লাস পানির মূল্য ছিল ১০ টাকা। এবার সেটা ফ্রিতে খেতে পারছেন দর্শকরা। টুর্নামেন্ট শুরুর আগেই এসব উদ্যোগের কথা জানিয়েছিল বিসিবি।

এর আগে, গতকাল এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রধান আলম চৌধুরী জানান, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির ছয়টি স্থানে বিনামূল্যে পানি পানের ব্যবস্থা রাখা হবে। ওয়ানটাইম গ্লাসে পানি পান করতে পারবেন দর্শকরা। পানি পানের জায়গাগুলোর নামকরণ করা হয়েছে ‘মুগ্ধ কর্নার’। 

এই মুগ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পানি পান করাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও থাকবে সুপেয় পানি পানের ব্যবস্থা।