লিটন নন, ঢাকার নেতৃত্ব পেলেন থিসারা পেরেরা
ব্যাটিংয়ে খারাপ করলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল অধিনায়ক লিটন কুমার দাস। তার নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেছে বাংলাদেশ। যার ফলে সবাই ভেবেছিলেন, বোধহয় লিটনই হবেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। কেননা, বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় তারকা ক্রিকেটারও তিনি। তবে লিটন নয়, ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা।
শ্রীলঙ্কা থেকে যখন বিপিএলের পথ ধরেছিলেন, তখনও কি ভেবেছিলেন বাংলাদেশে এসে অধিনায়কত্ব করতে হবে তাকে? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি আমাকে অধিনায়কত্ব দেওয়া হবে। তারা আমার ওপর আস্থা রেখেছে বলেই আমাকে অধিনায়ক করেছেন।’
অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপিএলে আমি অনেকবার খেলেছি, এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়েছি। তবে এটা আমার কাছে নতুন নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকবারই অধিনায়কত্ব করেছি। এটা নতুন ফ্র্যাঞ্চাইজি, ভালো করতে মুখিয়ে আছি।’
ব্যাটার লিটন দাসকে নিয়েও কথা বলতে হয়েছে পেরেরাকে। দলের জন্য তিনি ভীষণ গুরুত্বপূর্ণ, যদিও ফর্মে এখন নেই তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ০, ৩ ও ১৪ রান করেছেন তিনি। তাকে নিয়ে কি দুশ্চিন্তা আছে ঢাকার অধিনায়ক পেরেরার?
তিনি বলেন, ‘লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। তিনি রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে তিনি দারুণ করেছেন। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়।’
ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও তার নেতৃত্বেই প্রথমবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অধিনায়কত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে ঢাকার নেতৃত্বে না দেখা কিছুটা হলেও চমক।
অধিনায়ক হওয়ার আগে লিটনের সঙ্গে কি কোনো কথা হয়েছে পেরেরার, ‘অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।’