২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০

কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করুন—বিসিবিকে তামিম ইকবাল

তামিম ইকবাল  © সংগৃহীত

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে মাত্র কয়েক ঘণ্ঠা বাকি। সোমবার (৩০ ডিসেম্বর) ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএলের এবারের আসরের পর্দা নামবে।  টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে আসছেন ক্রিকেটাররা। ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা উচিত, সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরামর্শ দিয়েছেন।

এবারের বিপিএল হতে যাচ্ছে ‘অন্যরকম’-টুর্নামেন্ট, শুরুর কয়েক মাস আগেই বিসিবি থেকে শোনা যাচ্ছে এমন কথা। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। উপরন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট তিন জেলায় কোটি কোটি টাকা খরচ করে মিউজিক ফেস্ট আয়োজন করে। বিপিএলের আগে এমন কনসার্ট আয়োজন নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। 

রবিবার (২৯ ডিসেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে অন্যরকম বিপিএল প্রসঙ্গে যখন প্রশ্ন এল, তখন তামিম বলেন,‘এবারের বিপিএলে কনসার্ট করা ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’

ঢাকায় মিউজিক ফেস্টে পাকিস্তানের কিংবদন্তি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের এক অনুষ্ঠানেই খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। দুই ক্ষেত্রে টাকার অঙ্কে এত পার্থক্য কেন, তা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তামিমের কথাতেও আজ বোঝা গেছে তেমন কিছু। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন,‘কনসার্ট আগেও হয়েছে। এখনো হয়েছে। একটা অনুষ্ঠান হয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকুই বলতে পারি, কনসার্ট নয়, বিপিএলে পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন। ক্রিকেটে বিনিয়োগ করুন।’