চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে ও কোথায়, একনজরে দেখে নিন
অনেক নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করল আইসিসি। আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে জলঘোলা কম হয়নি। এককভাবে পাকিস্তানের এই ইভেন্ট আয়োজন করার কথা থাকলেও বেঁকে বসে ভারত। প্রতিবেশী দেশটিতে গিয়ে খেলতে কোনোভাবেই রাজি না বিসিসিআই। পরে অনেক নাটকীয়তার পর অবশেষে হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর একই মাঠে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি।
আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী, করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন আসরের খেলা। এবারের আসরে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইয়ে হবে ম্যাচটি।
এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আর আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা রয়েছে ‘বি’ গ্রুপে।
আইসিসি জানিয়েছে, প্রথম সেমিফাইনালে ভারত থাকবে (যদি উঠতে পারে) এবং ম্যাচটি খেলা হবে দুবাইয়ে। একইভাবে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান থাকবে (যদি উঠতে পারে) এবং খেলা লাহোরে হবে। যেহেতু ভারত–পাকিস্তান গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হবে, তাই ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।
আইসিসি, বিসিসিআই ও পিসিবি সমঝোতা অনুসারে, সূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রাখা হয়েছে লাহোরে। তবে ভারত সেমিফাইনালে উঠলে ম্যাচটি হবে দুবাইয়ে। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল রাখা হয়েছে দুবাইয়ে। অর্থাৎ ভারত সেমিতে উঠতে পারে ভেবেই একটি সেমিফাইনাল দুবাইতে রাখা হয়েছে। ম্যাচটি ৪ মার্চ মাঠে গড়াবে। ওই ম্যাচের পরই জানা যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরে নাকি দুবাইতে হবে।