ভারতকে টপকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল বাংলাদেশ
ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলার অনুমতি পাওয়ায় রাতারাতি বেড়ে গেছে জাতীয় ফুটবল দলের মার্কেট ভ্যালু। বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দলের খেতাব পেয়েছে বাংলাদেশ।
ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। হামজা যোগ দেওয়ায় বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। এর মধ্যে হামজার মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন।
হামজা চৌধুরীর পর বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফারমার্কেট তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা বাজারমূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১ লাখ ৭৫ হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক বাংলাদেশের অবস্থান ১৯ নম্বরে। এশিয়ার মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর ১৫৯.১৫ মিলিয়ন ভ্যালুতে দক্ষিণ কোরিয়া।