২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৫

বিপিএলে রংপুরের হয়ে খেলবেন যুব এশিয়া কাপজয়ী তামিম

আজিজুল হাকিম তামিম  © সংগৃহীত

সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ব্যাট হাতে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তামিম।

যশোরের এই তরুণ যুব এশিয়া কাপে ৫ ম্যাচে ২৪০ রান করেছেন। এক সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে দুই ফিফটি। পাশাপাশি বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। ফলে চলমান এনসিএল টি-টোয়েন্টিতেও খেলার সুযোগ পান তিনি। এখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন। নিজ বিভাগ খুলনার হয়ে করেন দুই অর্ধশতক। তাতে আসন্ন বিপিএলেও দল পেতে যাচ্ছেন এই ওপেনার। 

সবকিছু ঠিক থাকলে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তামিম। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

চলতি মাসের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। তবে গেল মাস থেকেই আসন্ন আসরকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বিসিবি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের বিপিএলকে পরিচালনার কথা জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ।