২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮

ইতিহাস গড়লেন জ্যোতি 

নিগার সুলতানা জ্যোতি  © সংগৃহীত

ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম শ্রেণির ক্রিকেটে লাল-সবুজের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডবুকে নাম তুললেন এই কিপার ও ব্যাটার। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে জ্যোতি  ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তার লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।

মেয়েদের ক্রিকেটে নিগার যে ইতিহাস গড়েছেন, বাংলাদেশের ছেলেদের ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির সেই কীর্তিটা আল শাহরিয়ার রোকনের। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে যখন সেঞ্চুরি করেছিলেন, তখনো বাংলাদেশ দল টেস্ট মর্যাদা পায়নি।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শুরু হয় নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এর আগে নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজন হতো। প্রথমবারের মতো এবার তিন দিনের ম্যাচের আয়োজন করা হয়। ছেলেদের মতোই চার দল নিয়ে আয়োজন করা হয়েছে নারীদের বিসিএল। দলগুলো হলো-উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।