নেপালকে গুঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের মেয়েরা নেপালকে ৯ উইকেটে হারিয়েছে
বাংলাদেশের মেয়েরা নেপালকে ৯ উইকেটে হারিয়েছে  © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে সুখবর বইছে যেন। সকালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের ধবলধোলাই করেছেন টাইগাররা। বিকালে মালয়েশিয়া থেকে এলো দারুণ খবর। ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতার পর এবার মেয়েদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ দল নেপালকে ৯ উইকেটে হারিয়েছে। ফাইনালে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ কমে এসেছিল ১১ ওভারে। প্রথমে ব্যাট করে নেপাল পুরো ওভার ব্যাট করে তোলে ৮ উইকেটে ৫৪ রান। তাড়া করতে নেমে বাংলাদেশ ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা হয়েছে ব্যাট হাতে অপরাজিত ২৬ রান ও বল হাতে ১৪ রানে ১ উইকেট নেওয়া ফাহমিদ ছোঁয়া।

প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের প্রথমদিনে বাংলাদেশ জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। বিজয় দিবসে বাংলার মেয়েরা ২৮ রানের জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলার কিশোরীরা। জবাবে মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে জিততে না পারলেও ফাইনালে সেরাটা দিতে মরিয়া বাংলাদেশ। সিনিয়র ক্রিকেট দলের মেয়েরা এর আগে এশিয়া কাপের শিরোপা জয় করে দেখিয়েছে। তাই নতুন আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের সাফল্যের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটভক্তরা।


সর্বশেষ সংবাদ