ক্যারিবীয়দের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। কিন্তু টাইগারদের গর্জনে ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে হেরে যায় উইন্ডিজ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।
সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ। ১৯০ রানের বড় লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে ক্যারিবীয়রা।
কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।
লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর শুরু হয় জাকেরের ওয়ান ম্যান শো।
পাঁচ নম্বরে নেমে জাকের আলী অনিক তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। ৪১ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। ৬ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩ চার। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে স্বাগতিকরা।
ইনিংসের শেষ ওভারে আলজারি জোসেফকে ৩ ছক্কা ও ১ চার মারেন জাকের। শেষ ওভারে ২৫ রান নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান করে সফরকারীরা। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।