এবার নারী কেলেঙ্কারিতে জড়ালেন ফুটবলার মোরসালিন, স্ত্রী দাবি এক তরুণীর
বাংলাদেশের ফুটবলে আলোচিত খেলোয়াড় শেখ মোরসালিন। বিভিন্ন ম্যাচে দুর্দান্ত সব গোল করে পরিচিতি পেয়েছেন। ইতোমধ্যেই জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন এই মিডফিল্ডার। আগামী দিনে লাল-সবুজের বড় তারকাও ভাবা হচ্ছে তাকে। তবে খেলার জন্যই শুধু আলোচিত নয়, শৃঙ্খলাভঙ্গের জন্যও আলোচিত হয়েছেন তিনি।
কিছিদিন আগে মদ-কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন আলোচিত শেখ মোরসালিন। এবার তিনি জড়িয়ে পড়লেন নারী বিষয়ক কেলেঙ্কারিতে। সম্প্রতি সেঁজুতি বিনতে রহমান নামের এক তরুণী নিজেকে মোরসালিনের স্ত্রী দাবি করে নানা অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট দিয়ে গুরুতর অভিযোগ করেছেন। ইতোমধ্যে তার স্টেটাস ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মোরসালিনের সঙ্গে ছবি পোস্ট করে সেঁজুতি লিখেছেন, ‘সে (মোরসালিন) আমার কনসেন্ট না নিয়ে আমার ভিডিও করেছে এবং বিভিন্ন মানুষকে দিয়েছে। আমি চুপ ছিলাম। আমি মুখ খুললে নাকি তার কাছে এমন কিছু আছে যা আমি ভাবতেও পারব না।’ এরপর একাধিক পোস্টে তিনি হুমকি পাওয়ার কথাও জানান।
খোঁজ নিয়ে জানা গেল, সেঁজুতি সত্যিই মোরসালিনের স্ত্রী। তাদের বিয়ের কথা মোরসালিনের পরিবারও জানতেন না। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি শেখ মোরসালিন।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোরসালিনের মা শেফালি বেগম। গণমাধ্যমকে তিনি বলেছেন, মোরসালিন তার কাছে বিয়ের কথা স্বীকার করেছেন। তবে মোরসালিনের দাবি, ‘চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে’।
শেফালি বেগম দাবি করেন, মাস দেড়েক আগে সেঁজুতি-মোরসালিনের বিয়ে হয়। বিষয়টি তিনি পরে জানতে পেরে মোরসালিনের ওপর রাগারাগি করেন। সেঁজুতি বয়সে মোরসালিনের চেয়ে বড় বলেও তিনি জানান। শেফালি বেগমের দাবি, তারা সৎভাবে বাঁচতে চান। কিন্তু মানুষ তার ছেলের পেছনে লেগেছে। ছেলে এই বয়সে ফুটবল খেলে টাকা-পয়সা উপার্জন করছে, যা অনেকের চক্ষুশূল। তবে মোরসালিনের বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিনি এড়িয়ে যান।