বড় জয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব ১৯ মালয়েশিয়া দলকে ১২০ রানে গুঁড়িয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে টাইগ্রেস জুনিয়ররা। আগে ব্যাটিং করে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়া।
কুয়ালামপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও মোছাম্মত ইভার উদ্বোধনী জুটিতে ৪৫ রান পায় বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে মারশা বিন্তির বলে ছোঁয়া (২১ বলে ২৬ রান) বোল্ড হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১ রানে ব্যবধানে উইকেটের সংখ্যা বেড়ে যায় আরেকটি। এবার নুর ইসমা দানিয়া বিন্তির শিকার হন সুমাইয়া (১)। দলকে ৫৩ রানে রেখে বিদায় নেন ইভাও (১৬ বলে ১৯ রান)।
আরও পড়ুন: ক্রিকেটারের বয়স ১৬, দাম পেল ১ কোটি ৬০ লাখ
৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে প্রতিআক্রমণ চালান জান্নাতুল মাওয়া। এক প্রান্ত আগলে রেখে মাওয়া রানের চাকা সচল রাখলেও অন্য প্রান্তে আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে সাদিয়া আক্তারের সঙ্গে ঝড়ের গতিতে ৪৪ বলে ৬২ রান তুলে বাংলাদেশের স্কোরবোর্ড দেড় শ ছুঁই ছুঁই করেন মাওয়া।
জবাবে ব্যাটিংয়ে নেমে রান তোলা তো দূরের কথা, টিকে থাকতেই হিমশিম খেতে থাকেন মালয়েশিয়ান ব্যাটাররা। বহু সংগ্রাম করেও তাদের শেষ রক্ষা হয়নি। ইনিংসের ৫ ওভারের বেশি বাকি থাকতে স্বাগতিকরা গুটিয়ে যায় ২৯ রানে। এ ২৯ রানের ১২ রানই এসেছে অতিরিক্ত থেকে। মালয়েশিয়ার কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিন্তি।
আরও পড়ুন: বিজয় দিবসে ছেলেদের পর জয় পেল মেয়েরাও
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। আজ মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করলেন সুমাইয়া আক্তার-জান্নাতুল মাওয়ারা।
বাংলাদেশ ছাড়াও সুপার ফোর নিশ্চিত করেছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। এ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই মুখোমুখি হবে ফাইনালে। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ২২ ডিসেম্বর।