১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:১৬

বিদায় জানিয়ে দিলেন মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির  © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন ২০২০ সালে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অভিমান করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন মোহাম্মদ আমির। এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার।

তবে তখন তার পারফরম্যান্স দেখে অনেকবারই তাকে ফেরানোর দাবি উঠেছে। সব শেষ ২০২৪ সালের মার্চে অবসর ভেঙে পাকিস্তানের জার্সিতে ফিরেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। তবে তার এই যাত্রাও তেমন লম্বা হলো না। পাকিস্তানের জার্সিতে ফেরার ৯ মাসের মাথায় আবারও অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির।

শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ঘোষণা দিয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক অফিশিয়াল ভিডিও বার্তায় মোহাম্মদ আমির বলেছেন, ‘পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলার সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের। এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। তবে আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। সেই সঙ্গে পাকিস্তানের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকেও ধন্যবাদ জানাই।’

২০২০ সালে পিসিবির সঙ্গে দ্বন্দ্বের ফলে অভিমানে প্রথমবার অবসর নিয়েছিলেন বাঁহাতি পেসার আমির। তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তাকে পছন্দ করতেন না। সব সময় ‘ফিক্সার’ বলেই সম্বোধন করতেন আমিরকে।

এরপর পাকিস্তানের ক্রিকেটে পটপরিবর্তন হলে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আমির আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে বিশ্বকাপে তেমন সুবিধা করতে পারেননি পাকিস্তান ক্রিকেট ধূমকেতুর মতো আসা এই বোলার।

৩০ বছর বয়সী এই পাকিস্তানি পেস বোলার দেশের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইসিসি আয়োজিত বেশ কয়েকটি টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে দারুণ পারফর্ম করেছেন এই বাঁহাতি পেসার। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমির।