বছর শেষে যে সুখবর দিল নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল  © সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে জাতীয় নারী দলের হাত ধরে। সম্প্রতি ঘরে তুলেছেন সাফ জয়ের পুরস্কার। এর সুবাধে র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে সাবিনা খাতুনের দল।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

জানা যায়, নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল উঠে এসেছে ১৩২ নম্বরে, তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। ২০২২ সালের পর এবারও তারা টানা দ্বিতীয়বার সাফজয় করেছেন। 

দক্ষিণ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এর আগেও ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

উল্লেখ্য, চার মাস পর প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে উন্নতি হওয়ায় দুই ও তিনে উঠেছে স্পেন ও জার্মানি। এই দুই দলকে জায়গা দিতে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। চার নম্বরে থাকা ইংল্যান্ডের পরেই আছে সুইডেন ও কানাডা। সাতে জায়গা পেয়েছে ব্রাজিল। এক ধাপ উন্নতি হয়েছে তাদেরও। ব্রাজিল শীর্ষ দশে জায়গা পেলেও আর্জেন্টিনা ৩৩ নম্বরে।


সর্বশেষ সংবাদ