ফের অধিনায়ক লিটন, সমালোচনার ঝড়
ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডের পর টি–টোয়েন্টি সিরিজেও থাকছেন না নাজমুল। তার জায়গায় ওয়ানডে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজ থাকলেও টি-টোয়েন্টি সিরিজের জন্য ফের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাসকে।
নির্বাচকদের সিদ্ধান্তের প্রচল সমালোচনা চলছে ক্রিকেটপাড়ায়। লিটনকে অধিনায়ক করার সমালোচনা করে অনেকেই বলছেন, ‘লিটন একদমই ফর্মে নেই। দলে কীভাবে তিনি জায়গা পেলেন, সেটিই অকল্পনীয়।’ ফর্মহীন লিটনকে যেন দল থেকে বাদ দেওয়া না হয়, এজন্য তাকে অধিনায়ক করা হয়েছে বলছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ইউটিউবে লিটনকে অধিনায়ক করায় ব্যাপক ক্ষোভ-সমালোচনা করছেন অনেকেই। বাজে ফর্মের জন্য যেখানে তিনি দল থেকে বাদ পড়বেন, সেখানে তাকে অধিনায়ক করায় অবাক হয়েছেন অনেকেই।
উইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৬ রান করেছেন লিটন দাস। দায়িত্বহীন ও বাজে শট খেলে আউট হয়েছেন। টি-টোয়েন্টিতেও খুব একটা ফর্মে নেই লিটন। সর্বশেষ ২১ ইনিংসে মাত্র একটি ফিফটি তার।
তিন সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে ৪টিতে দল জিতেছে। টি–টোয়েন্টিতে তিনি একবারই নেতৃত্ব দিয়েছেন; ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ ৬৫ রানে হেরে যায়। ব্যাট হাতে লিটন মারেন ‘গোল্ডেন ডাক’।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর। শেষ দুটি ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। সবকটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে।
বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শামীম হোসেন, তানজিম হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।