১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬

প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন রিপন মন্ডল, ঘোষণা হতে পারে আজই

তরুণ পেসার রিপন মন্ডল  © সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চলমান ওয়ানডে সিরিজ শেষে মাঠে  গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, স্কোয়াড ঘোষণা করা হতে পারে আজ। 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেসার রিপন মন্ডল। এই তরুণের গতি, বাউন্স, আগ্রাসন এরমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও মুনশিয়ানা আছে তার।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন শামীম পাটোয়ারীও। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন শামীম।

প্রসঙ্গত, ২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রিপন মন্ডল।  ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রিপন জায়গা করে নিয়েছিলেন আইসিসির যুব বিশ্বকাপের সেরা দলে। সেবার ভালো পারফর্ম করায় এরপর থেকেই রয়েছেন বিসিবির রাডারে। সবশেষ ঘোষিত বিসিবির এইচপি দলেও জায়গা হয় এই তরুণ অলরাউন্ডারের। এরপর অস্ট্রেলিয়া সফরের দলেও ছিলেন। এখন জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় এই পেসার।