অসাধারণ দুটি রেকর্ডের মুখোমুখি রিয়াদ-মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং মোটামুটি ভালোই ছিল বাংলাদেশের, ভরাডুবি হয় বোলিংয়ের জন্য। যার ফলে সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য বাঁচা-মরার ম্যাচ আজ। সিরিজ বাঁচাতে জিততেই হবে টিম বিগ্রেডকে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ম্যাচে দুটি অসাধারণ রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ও দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক লড়াইয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি বিন মর্তুজা এবং কেমার রোচ। দুইজনেই পেয়েছেন ৩০ উইকেট। তবে তাদের কেউই এই সিরিজে নেই। তিনে থাকা মুস্তাফিজও (২৮ উইকেট) নেই এই সিরিজে। মিরাজের আজ দরকার ৩ উইকেট। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ উইকেট পেলেই দ্বিপাক্ষিক লড়াইয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যাবেন মিরাজ। ৪ উইকেট পেলে এককভাবে শীর্ষে চলে যাবেন এই স্পিনার।
অন্যদিকে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেইল। এমন তথ্যে অবাক হওয়ার কিছু নেই। মারকুটে ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই খ্যাত পেয়েছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। বাংলাদেশের বিপক্ষে ২০ ছক্কা আছে তার। তবে মাহমুদউল্লাহ রিয়াদ পিছিয়ে আছেন কেবল ১ ছক্কার জন্য।
আগের ম্যাচে ৩ ছক্কা হাঁকানো রিয়াদ আজ একটি ছক্কা হাঁকালেই যৌথভাবে এই দ্বৈরথের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ক্রিকেটার হবেন। ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে এর আগে ১৯ ছক্কা আছে তার। এই তালিকায় ১৪টি করে ছক্কা আছে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ এবং বাংলাদেশের সৌম্য সরকারের।