সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, মিরাজ ব্রিগেড কি সিরিজ বাঁচাতে পারবে?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং মোটামুটি ভালোই ছিল বাংলাদেশের, তবে ভরাডুবি হয় বোলিংয়ের জন্য। যার ফলে সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে ক্যারিবীয়দের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে ১১ ম্যাচ পর। প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য, ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি তারা। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে তারা। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) যদি দ্বিতীয় ম্যাচ হেরে যায়, তবে সেই মাইলফলক হাতছাড়া হয়ে যাবে মিরাজদের।
আজ সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ আশাবাদী। প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জয়ের আত্মবিশ্বাস তার কণ্ঠে। তিনি বলেছেন, ‘অনেক কিছুই শিখতে পারি আমরা। প্রথম ম্যাচে বেশ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করায় মনোযোগ দিতে হবে। এখনও দুই ম্যাচ বাকি আছে। জয়ের জন্য পরিকল্পনা করতে হবে আমাদের। এখনও মনে করি, আমাদের ভালো সুযোগ আছে।’
আজও সেন্ট কিটসে বাংলাদেশের বোলিং আক্রমণ আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাইকরেট বাড়াতে হবে। আগের ম্যাচে মিরাজ রান করলেও তার স্ট্রাইকরেট ছিল প্রশ্নবিদ্ধ। ওপেনার সৌম্য বড় রান পেলে দলের জন্যই সুবিধা হবে। তানজদি তামিম, জাকের আলীর মতো কিছুটা আগ্রাসী ভূমিকাতে খেলতে পারলে ব্যাটিং বান্ধব উইকেটে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবে বাংলাদেশ। সেটি করতে পারলে, ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সহজ হয়ে যাবে।