ট্রফিসহ ঘুমের এই ছবি তুলতে বহুত তেজ লাগে!
বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই চিরপ্রতিদ্বন্দ্বিতার গল্প। তবে এবারের লড়াইয়ে মাঠে নামা বাংলাদেশ দল যেন আগুন নিয়ে খেলেছে। ভারতকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের উপস্থিতি স্মরণীয় করে রেখেছে অনূর্ধ্ব-১৯ টাইগাররা।
এই জয়ে শুধু বাংলাদেশের ক্রিকেটারদের নয়, সমগ্র দেশের ক্রিকেটপ্রেমীদের মনেও জ্বলে উঠেছে বিজয়ের প্রদীপ। কারণ এই জয়টি এমন সময় বাংলাদেশের মানুষ উদযাপন করছে যখন বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
রবিবার (০৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ব্যাট-বল হাতে টাইগারদের আত্মবিশ্বাস যেন ছাপিয়ে গিয়েছিল প্রতিপক্ষকে। টপ অর্ডারের স্থির পারফরম্যান্স, মিডল অর্ডারের দৃঢ়তা এবং বোলারদের ক্ষুরধার পরিকল্পনায় ম্যাচের মোড় ঘুরে যায়।
বাংলাদেশের বোলারদের তীক্ষ্ণ লাইন-লেন্থ আর ফিল্ডারদের নিখুঁত ক্যাচ যেন ভারতের ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নেয়। আর শেষ পর্যন্ত টাইগাররা ৫৯ রানের দারুণ জয় ছিনিয়ে নেয়। জয়ের পর দলের অধিনায়ক বলেন, এই জয় শুধু আমাদের জন্য নয়, আমাদের দেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য।
ম্যাচ শেষে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের ক্রিকেটার বাঁ-হাতি মাঝারি-ফাস্ট বোলার মারুফ মৃধা ট্রফির সঙ্গে ঘুমানোর একটি ছবি পোস্ট করে তার নিজের ভেরিফাইড ফেসবুকে। সেই ছবির কমেন্টসে রবিন নামে এক বক্ত লিখেছিল, ‘এই ট্রফিসহ ঘুমানোর ছবি তুলতে বহুত তেজ লাগে!’
এর আগে, ফাইনাল ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট হাতে টাইগার যুবাদের ইনিংস শুরু হয় কিছুটা চাপে। ভারতীয় বোলারদের সুসংগঠিত আক্রমণের সামনে বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারাতে হারাতে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় দলটি।
১৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ছিল হতাশাজনক। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং দারুণ ফিল্ডিংয়ের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয় যুব দল। তাদের ব্যাটাররা একের পর এক ব্যর্থ হওয়ায় ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।