০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২০

ক্লাব বিশ্বকাপে নেইমার- ভিনি মুখোমুখি, মেসির সামনে ব্রাজিলিয়ান ক্লাব

লিওনেল মেসি,ভিনিসিয়ুস–নেইমার  © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের মায়ামিতে গতকাল রাতে অনুষ্ঠিত হয় ড্র। ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ে সবার চোখ ছিল কোন তারকা কার মুখোমুখি হচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। আর লিওনেল মেসির ইন্টার মায়ামি গ্রুপ পর্বে পাচ্ছে এক ব্রাজিলিয়ান ক্লাবকে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, অনেক তারকা ফুটবলাররা ছিলেন এই অনুষ্ঠানে। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

উৎসবমুখর পরিবেশে এই ড্রয়ে স্পেনের রিয়াল মাদ্রিদ ও সৌদি আরবের আল হিলাল পড়েছে এক গ্রুপে। ‘এইচ’ গ্রুপে রিয়াল ও আল হিলালের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকোর পাচুয়া ও অস্ট্রিয়ার সালজবুর্গ।

বার্তায় ট্রাম্প বলেন, ‘এই আয়োজন অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’ এসময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘বিজয়ী’ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা লম্বা সময় ধরে একে অপরকে জানি। এমন সম্পর্কে আমি সম্মানিত।’

আগামী বছর ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। এটিকে ২০২৬ বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সেল’ হিসেবেও দেখা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্‌বোধনী ম্যাচ খেলবেন মেসিরা।

প্রতিযোগিতায় মায়ামির অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। এমএলএস সাপোর্টার্স শিল্ড জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও প্রতিযোগিতায় ভালো কিছুই করতে চায় ক্লাবটি। এমএলএস কমিশনার ডন গারবার বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। এই সুযোগ ৩০ বছরে আমাদের লিগের উন্নতিকেই তুলে ধরছে। এখন আমরা বিশ্বের সেরা ক্লাবগুলোর বিপক্ষে খেলব। এটা দারুণ রোমাঞ্চকর ব্যাপার।’