০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬

ছেলে সন্তানের বাবা হলেন মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান ও সামিয়া পারভীন শিমু  © সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমবার সন্তানের বাবা হলেন এই কাটার মাস্টার। বুধবার (৪ ডিসেম্বর) মোস্তাফিজুর রহমান তার ফেরিফায়েড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ সংবাদ জানান।

ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন বলেও জানালেন। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন টাইগার পেসার। 

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পত্তি। উল্লেখ্য, শিমুর বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মেজ মামা হন।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন। কিছুদিন পরে আবারও জাতীয় দলে যোগ দেবেন এই কাটার মাস্টার।