০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩

ইতিহাস গড়ে প্রথমবার হকি বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ হকি দল  © সংগৃহীত

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো লাল-সবুজের দেশের। তবে হারলেও আশা টিকে থাকত নানা সমীকরণে। তবে কোনো শঙ্কার ধার ধারেনি বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ। হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ।

জয়ের হিটে বাংলাদেশের গোলের যাত্রা শুরু তৃতীয় মিনিটে। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহ এক গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচ খেলার ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

তৃতীয় কোয়ার্টারে মোহাম্মদ হাসান রিভার্স হিটে বাংলাদেশের লিড ৪-১ করেন। এরপরই থাইল্যান্ড আরেক গোল করে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়। বাংলাদেশ সেই সুযোগ দেয়নি। খানের গোলে ব্যবধান ৫-১। ঐ কোয়ার্টারে জয় আরেক গোল করলে বাংলাদেশের জয়ের সুবাস পায়। চতুর্থ কোয়াটারে আব্দুল্লাহ গোল করলে স্কোরলাইন ৭-১ হয়। শেষ কোয়ার্টারে থাইল্যান্ডে আরেক গোল করলে ৭-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

টুর্নামেন্টের শুরু থেকেই বিশ্বকাপের স্বপ্নটা বাংলাদেশ বাঁচিয়ে রেখেছিল দারুণভাবে। স্বাগতিক ওমানের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে লাল-সবুজ প্রতিনিধিরা শুরু করে নিজেদের মিশন। যদিও পরের ম্যাচেই হকির পরাশক্তি পাকিস্তানের কাছে ৬-০ গোলের হারে মুখ থুবড়ে পড়ে মওদুদুর রহমানের শিষ্যরা। গ্রুপের তৃতীয় ম্যাচে তারা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ড্র করেছে।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু, কে এই মুসলিম ক্রিকেটার?

গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ছিল নাটকীয় এক ড্র। বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় হয়েছে সেই ম্যাচের সুবাদে। তাতে সমীকরণ দাঁড়ায়- থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে উড়বে বাংলাদেশের পতাকা। তাইই হলো শেষ পর্যন্ত।