০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

সাকিব আল হাসান  © সংগৃহীত

দেড় যুগ ধরে পেশাদার ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কোনো দিন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে।

গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। সে ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্যও দেখান তিনি। তবে এই ম্যাচ খেলার দুই মাস পরে জানা যায় চমকে যাওয়ার মতো খবর। কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। যে কারণে এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু, কে এই মুসলিম ক্রিকেটার?

সোমবার (২ ডিসেম্বর) বার্মিংহ্যামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাংলাদেশ অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট চার ওভার বোলিং করেন। জানা গেছে, প্রথম ৩ ওভার একটু জোরের ওপর বোলিং করেন তিনি। তবে শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন।

আগামী ৭ দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার কথা। সাকিব আশাবাদী তার বোলিংয়ে কোনো ধরনের ত্রুটি পাওয়া যাবে না।

আরও পড়ুন: বাংলাদেশ কি কিংস্টনে ইতিহাস গড়তে পারবে?

২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন। এই দীর্ঘ সময়ে আগে কখনোই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। এই বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলে ইংল্যান্ডে যে কোনো লেভেলের ক্রিকেট খেলতে আর কোনো বাধা থাকবে না সাকিবের।