বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই দুই দল তাদের ওয়ানডে সিরিজের দল চূড়ান্ত করল। সোমবার বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তিন ম্যাচের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান আমির জাংগু। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়া জাস্টিন গ্রিভসকে ফেরানো হয়েছে।
সম্প্রতি ঘরোয়া সুপার ৫০ ওয়ানডে টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাংগু ও গ্রিভস। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৪৬ রান করেন জাংগু, তিন ফিফটি ও এক সেঞ্চুরি ছিল। পাঁচ ইনিংসে টানা তিন সেঞ্চুরিতে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করেন গ্রিভস। এ ছাড়া অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০১ রানের জয়েও শতক হাঁকান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১-এ জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হেইডেন ওয়ালশ ও জুয়েল অ্যান্ড্রু। স্কোয়াডের বাকিরা জায়গা ধরে রেখেছেন।
আরও পড়ুন: ‘মেসি’ লেখা বুট পরে খেলবেন ১০ ফুটবলার, কেন?
অধিনায়ক শাই হোপ ও সহ-অধিনায়ক ব্র্যান্ডন কিং ব্যাটিং ইউনিটে নেতৃত্ব দেবেন। এ ছাড়া ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে আছেন এভিন লুইস, শিমরন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, কিসি কার্টি ও রোস্টন চেজ। ফাস্ট বোলিং ইউনিটে আছেন আলজারি জোসেফ ও শামার জোসেফ, আছেন জেইডেন সিলস ও ম্যাথু ফোর্ড। স্পিন বোলিং বিভাগের নেতৃত্বে গুডাকেশ মোটি।
আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।