০৩ ডিসেম্বর ২০২৪, ০০:১৭

প্রথমবার ফাইফার পেলেন নাহিদ রানা, লিড পেল বাংলাদেশ

নাহিদ রানা  © সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। কিছুদিন আগেই তার টেস্ট ক্রিকেটে অভিষেক। তারপর একের পর এক চমক জাগাচ্ছেন, গতিতে ভড়কে দিচ্ছেন বিপক্ষ দলের ব্যাটারদের। এবার তার গতিতে তছনছ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার টেস্টে ৫ উইকেট শিকার করলেন এই পেসার।

দ্বিতীয় টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত বোলিং তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। তাতে পুড়ে ছারখার ক্যারিবিয়ানরা। তার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড পেয়েছে টাইগাররা।  ৬১ রান খরচায় ৫ উইকেট তুলে নেন নাহিদ।   

জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে পুরো নিয়ন্ত্রন ছিল ক্যারিবিয়াদের হাতে। তবে তৃতীয় দিনে স্বাগতিকদের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ। 

তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিবিয়ানদের ৭ উইকেট তুলে নিয়ে নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। ক্রেইগ ব্রাফেট ৩৩ ও কাসি কার্টি ১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। দিনের শুরুতেই ব্রাফেটকে আউট করেন নাহিদ রানা। দলীয় ৮৫ রানে ১২৯ বলে ৩৯ রান করে ফিরে যান ব্রাফেট।

এরপর ৯৪ থেকে ১১৪ রানের মধ্যে আরো ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপর্যয়ে ফেলে দেন টাইগার বোলাররা। কাভেম হজ ৩, অলিক আথানেজ ২, জাস্টিন গ্রেভস ২ ও জশুয়া ডি সিলভা ৫ রান করে সাজঘরে ফিরে যান। 

এরপর দ্রুতই আর দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কার্টি ৪০ ও আলজারি জোসেফ ৭ রান করে আউট হন। এরপর শামার জোসেফকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন কেমার রোচ। তবে দলীয় ১৩৬ রানে ১৫ বলে ৬ রান করে আউট শামার। শেষ ব্যাটার হিসেবে কেমার রোচ আউট হলে ১৪৬ রান অলআউট হয় স্বাগতিকরা।