দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সুপ্তা
ব্যাট হাতে ওয়ানডে সিরিজটা দারুণ গেল শারমিন আক্তার সুপ্তা। জায়গা মিলেছে এবার টি-টোয়েন্টি দলেও। দুই বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই ক্রিকেটার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। তিন ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য সোমবার বিকালে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন আক্তার সুপ্তা।
২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন শারমিন। পারফরম্যান্সের কারণে এরপর আর টি-টোয়েন্টিতে দেখা যায়নি তাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করেই সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজে। দুই হাফসেঞ্চুরিতে শারমিন সংগ্রহ করেছেন ২১১ রান। নিজের ব্যাটিংয়ের ধরন বদলেই সাফল্য পেয়েছেন তিনি। নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন তো শারমিনকে এখন অটোমেটিক চয়েজ হিসেবেই দেখছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৫ ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ম্যাচই। প্রথম দুই ম্যাচ শুরু দুপুর ২টায়। শেষ ম্যাচটি শুরু সকাল ১০টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, শামীমা সুলতান ও শারমীন সুলতানা।