‘ডাক মারায়’ সবাইকে ছাড়িয়ে মুমিনুল
বাংলাদেশের ক্রিকেটে মুমিনুল হকের পরিচয়টা টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেই। টাইগারদের হয়ে সাদা পোশাকে সবচেয়ে সেঞ্চুরির রেকর্ডটাও তারই। তবে এবার মুমিনুলের নামের পাশে যুক্ত হলো বিব্রতকর এক রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। কিংস্টনে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। তবে ব্যাট হাতে শুরুটা হয়েছে খুবই বাজে। দলীয় ৮ রানেই আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১২ বলে ৩ রান করে কেমার রোচের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন জয়। এরপর স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতে না হতেই আবার উইকেট হারায় বাংলাদেশ।
এবার আউট হন মুমিনুল হক। ৩ নম্বরে নেমে অভিজ্ঞ এই ব্যাটসম্যান দলের হাল ধরতে পারেননি, তাকেও ফিরিয়েছেন রোচই। আউট হওয়ার আগে ৬ বল খেললেও মুমিনুল রানের খাতা খুলতে পারেননি। আর তাতেই বিব্রতকর রেকর্ড হয়েছে তার।
আরও পড়ুন: যে কারণে আইপিএলে দল পাননি পৃথ্বী শ
টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা এত দিন ছিল যোউথভাবে মোহাম্মদ আশরাফুল ও মুমিনুলের। তবে গতকাল ডাক মেরে এ রেকর্ড একেবারেই নিজের করে নিয়েছেন মুমিনুল।
টাইগারদের হয়ে সাদা পোশাকে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন মুমিনুল। তিনি ১২৮ ইনিংস খেলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। আশরাফুল শূন্য রানে আউট হয়েছেন ১১৯ ইনিংস খেলে ১৬ বার।
এই দুজনের পর এ তালিকায় দুই বোলারের সঙ্গে আছেন মুশফিকুর রহিম। ১৭৪ ইনিংস খেলা মুশফিক টেস্টে শূন্য রানে আউট হয়েছেন ১৩ বার। ৮৬ ও ২৬ ইনিংস খেলে সমানসংখ্যক বার শূন্য রানে আউট হয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ হোসেন।