৩০ নভেম্বর ২০২৪, ২১:৫৬

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে ঢাবিতে গৌড় প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট

  © সংগৃহীত

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো গৌড় প্রিমিয়ার লিগ (GPL)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট এক মিলনমেলার রূপ নিয়েছিল।

আজ শনিবার (৩০ নভেম্বর) হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ, উৎসাহ এবং প্রতিযোগিতার আবহ নতুন প্রাণ সঞ্চার করেছে।

ক্রিকেট টুর্নামেন্টে তৃতীয় বর্ষের দল চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বর্ষের দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দুই দলই তাদের সেরাটা দিয়ে খেলেছে, যা পুরো টুর্নামেন্টের উত্তেজনা ও আকর্ষণ বাড়িয়ে তুলেছে।

এছাড়া, মেয়েদের জন্য আয়োজিত জনপ্রিয় দুটি ইভেন্ট ঝুড়িতে বল নিক্ষেপ এবং পিলো পাসিংয়ে বিপুল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন অনেকেই। এই ইভেন্টগুলোতে প্রতিযোগীদের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়, যা আয়োজনকে আরও রঙিন করে তোলে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের ডিরেক্টর বায়েজিদ সরকার, বাশরী ফ্যাশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল এএসপি রেজাউল করিম, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু। তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আয়োজকদের প্রতি তাদের প্রশংসা জ্ঞাপন করেন।

এই সফল আয়োজনের পেছনে নেতৃত্ব দিয়েছেন কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. লেমন বিশ্বাস। তাদের দক্ষ তত্ত্বাবধান এবং আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রম টুর্নামেন্টের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন, রানার্সআপ, এবং প্রতিটি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং ভিন্নধর্মী আয়োজন করার আশা ব্যক্ত করা হয়েছে। এই টুর্নামেন্ট শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, দলগত চেতনা এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম ও সম্ভাবনার দরজা খুলে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।