২৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের, আফগানদের উড়িয়ে দিলেন যুবারা

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক আজিজুল হাকিম

কিছুদিন আগে নাজমুল হোসেন শান্তর বাহিনী আফগানিস্তানের কাছে হেরেছে সিরিজ। তবে ছোটরা হারেননি। রীতিমতো যুব টাইগাররা উড়িয়ে দিয়েছেন আফগানিস্তানকে। এর মধ্য দিয়ে এশিয়া কাপে শুভসূচনা করল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানের দাপুটে জয় তুলে নিয়েছেন আজিজুল হাকিম তামিমের দল।

শুক্রবার (২৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে  শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা রয়েছেন 'বি' গ্রুপে। এই গ্রুপের বাকি তিন দল-আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে 'এ' গ্রুপে রয়েছে স্বাগতিক আরব আমিরাত, জাপান, ভারত ও পাকিস্তান।

উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে শুরু হয় ম্যাচটি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৮ রান করে বাংলাদেশ। এরপর আফগানিস্তানকে ১৮৩ রানে অলআউট করে দেয় আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনরা।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক আজিজুল হাকিম। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি। ৮ চার ৪ ছক্কায় ১৩৩ বল খেলে ১০৩ রানের অকুতোভয় ইনিংস খেলেন এই ব্যাটার।

৫ বলে ০ রানে ওপেনার জাওয়াদ আবরার আউট হলে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এরপরই বীরের ভূমিকায় অবতীর্ণ হন পরবর্তী দুই ব্যাটার কালাম সিদ্দিকি ও আজিজুল হাকিম তামিম। ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা।

১১০ বলে ৬৬ রান করে ওপেনার কালাম সিদ্দিকি আউট হলে জুটি ভাঙে। ৫ চার আর এক ছক্কায় ইনিংস সাজান তিনি। আল্লাহ গজনফারের বলে বোল্ডা হন তিনি।

নতুন ব্যাটার দেবাশীষ দেবা দাঁড়াতে পারেননি। ৬ বলে ১ রান করে বিদায় নেন। ১০ রানের বেশি করতে পারেননি মোহাম্মদ শিহাব জেমস। আজিজুল তাদের সঙ্গে ছোট ছোট জুটি করে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন। রিজান আহমেদ করেন ৯ বলে ৫ রান।

৪৭তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন আজিজুল। নুরিস্তানি ওমরজাইয়ের পরের বলে উজাইরুল্লাহর হাতে ক্যাচ হন তিনি। ১০ বলে ১১ রান নিয়ে অপরাজিত থাকেন রাফিউজ্জামান রাফি। তার সঙ্গে ছিলেন ইকবাল হোসেন ইমন। এতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২৮ রান।

রান তাড়ায় নেমে আফগানিস্তানের শুরুটা তেমন মন্দ হয়নি। ৩০ ওভারে তারা ৩ উইকেটে ১১৬ রান তুলে। কিন্তু সেই জুটি ভাঙ্গতেই আফগানিস্তানের বাকি ব্যাটিং লাইন আপ ধসে পড়ে। গুটিয়ে যায় তাদের ইনিংস মাত্র ১৮৩ রানে।

বাংলাদেশ অধিনায়ক তার দলের সাত বোলারকে এই ম্যাচে ব্যবহার করেন। বল হাতে সফল ছিলেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। দুজনেই তিনটি করে উইকেট পান।

দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার ট্রফি পান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ ১ ডিসেম্বর নেপালের বিরুদ্ধে। গ্রæপ ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচে জিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার প্রথম দুই শীর্ষস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২২৮/৯ (৫০ ওভারে, আজিজুল হাকিম ১০৩, সিদ্দিকি ৬৬, আজিজ ২/২১)। আফগানিস্তান ১৮৩/১০ (৪৭. ৫ ওভাওে, ফয়সাল খান আহমেদজাই ৫৮, আল ফাহাদ ৩/৩৬, ইমন ৩/৪০)। ফল: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৪৫ রানে জয়ী। ম্যাচসেরা: আজিজুল হাকিম।