ফিফা বর্ষসেরার তালিকায় মেসি, নাম নেই রোনালদোর
বছর শেষ হতে বাকি মাত্র এক মাস। এর মধ্যে আলোচনা শুরু হয়েছে, এ বছরের পারফরম্যান্সে সেরা ফুটবলার কে? এ প্রশ্নের সমাধান টানতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। সেখান থেকে ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বর্ষসেরা ফুটবলার ‘ফিফা দ্য বেস্ট’। আর এ পুরস্কারের জন্য ফিফার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ১১ ফুটবলার। সেখানে লিওনেল মেসির জায়গা হলেও জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর।
১১ জনের তালিকায় মেসি ছাড়াও আছেন এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি। আছেন রিয়াল মাদ্রিদের সাত খেলোয়াড়- ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফ্রেডরিক ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ ও বার্সেলোনার লামিন ইয়ামাল।
আরও পড়ুন: সাকিবের শর্তে বিসিবির না
এ নিয়ে ফিফা দ্য বেস্টের নয়বারেই মনোনয়ন পেলেন মেসি। তবে এই পুরস্কার চারবার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সর্বশেষ দুই বছরের আগে ২০০৯ ও ২০১৯ সালেও জিতেছিলেন তিনি। তবে গত মৌসুমটা দারুণ কাটালেও কিছুটা বিস্ময়করভাবে চলতি বছরের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না মেসি।
ফিফা প্রদত্ত এই পুরস্কারগুলোর প্রতিটিতে সমর্থকরা তাদের পছন্দানুযায়ী ভোট দিতে পারেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের ৪ ভাগের এক ভাগ। বাকি ৩ ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত-সমর্থকদের ভোটের হার থাকবে অর্ধেক। সমর্থকরা ফিফার ওয়েবসাইটে ১০ ডিসেম্বর পর্যন্ত এ ভোট দিতে পারবেন।
আরও পড়ুন: র্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কত নম্বরে
এবার বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।
ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের গত মৌসুমের, অর্থাৎ ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।